বরিশালের হিজলায় কোস্টগার্ড অভিযান চালিয়ে গলদা চিংড়ির ১৩ লাখ ৫০ হাজার রেণুপোনা জব্দ করেছে। তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কোষ্টগার্ড।
শুক্রবার দুপুরে হিজলা উপজেলাধীন ধুলখোলা ও বহেশপট্টি সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা (ট্রলার) আটক করে কোস্টগার্ড দক্ষিণ জোনের হিজলা স্টেশনের সদস্যরা। পরে নৌকাটিতে থাকা কয়েকটি ড্রাম থেকে গলদা চিংড়ির ১৩ লাখ ৫০ হাজার পিস রেণুপোনা জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আলীমের উপস্থিতিতে রেণুপোনাগুলো মেঘনা নদীতে অবমুক্ত করা হয় এবং নৌকাটি মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়।